অবতক খবর,২৭ মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবককে আটক করা হয়। তাকে তল্লাশি চালাতে বেরিয়ে আসে বিপুল পরিমাণে হেরোইন । জানা যাচ্ছে লালগোলা থেকে উমরপুর হাত বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম ওদুদ আলী, বয়স আনুমানিক ৩৩ বছর, বাড়ি লালগোলা থানার মুকিমনগর এলাকায়। এদিন সকালে উমরপুরে এই নিষিদ্ধ মাদক দ্রব্য হাত বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মাঝপথেই রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে আটক করে পুলিশ ।
তার কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার হয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। এই মাদকদ্রব্য পাচারকাণ্ডে আর কে বা কারা জড়িত আছে তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।