অবতক খবর,২২ আগস্ট,মালদা- বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মালদা জেলার হবিবপুর থানার মধ্যম কেন্দুয়া এলাকার জয় কুন্ডু বয়স (২৩) বছর এর নামে এক যুবক কালিয়াচক থেকে কাজ ছেড়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন।

ফেরার সময় মালদার বাধা পুকুরের বাইপাস এলাকায় পথদুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত হন। স্থানীয় ও পুরুষের সাহায্যে ওই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সকালে। রোগীর পরিবারের দাবি সকালে ভর্তি করার পরেও চিকিৎসক ও নার্স ঠিকমতো চিকিৎসা করেননি ওই রোগীকে। এরপর দুপুর ১২ টা নাগাদ ওই রোগীর মৃত্যু হয় বলে জানা যায় পরিবারের কাছে। মৃত্যু হতেই পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসক ও নার্সদেরকে ঘিরে বিক্ষোভ দেখান। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। পরে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।