অবতক খবর,৪ ফেব্রুয়ারী,মালদা:- মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মারার চেষ্টার ঘটনায় একটি গাড়িকে আটক করল মানিকচক থানার পুলিশ। ঘটনায় পুলিশ ওই গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদ করছে। তবে গাড়ি মালিকের দাবী, তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি ডিস্ট্রিবিউটর ব্যবসার সঙ্গে যুক্ত।

সেই ব্যবসার কাজে ঘটনার দিন তিনি মানিকচকে গিয়েছিলেন। এরপর রাতে তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। এরপর তার গভীর রাতে পুলিশ তাকে ফোন করে ঘটনার কথা জানিয়ে থানায় দেখা করতে বলে। সেই মতো তিনি থানায় গিয়ে পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছেন।

এমনকি তিনি বিধায়ক সাবিত্রী মিত্রের মুখোমুখি বসে সবকথা খুলে বলেছেন। সাফ জানিয়েছেন তিনি বিধায়কের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করেন নি। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে হয়তো বিধায়কের গাড়িকে ওভারটেক করে থাকতে পারেন। তবে সঠিকভাবে তিনি বলতে পারছেন না।

কারণ তিনি বিধায়ক সাবিত্রী মিত্রকে আগে কখনও সামনা-সামনা দেখেন নি। তার গাড়িও চেনেন না। ফলে বিধায়কের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা বা বিধায়ককে প্রাণের মারার চেষ্টার কোন প্রশ্নই নেই। তিনি পুলিশকে সব জানিয়েছেন।