অবতক খবর,৮ মার্চ, পূর্ব মেদিনীপুর: বিধায়ক তাপস রায় বিজেপি তে যোগদান অনভিপ্রেত ও বেদনা দায়ক মন্তব্য চন্ডিপুরের বিধায়ক শোহম চক্রবর্তীর। বিধায়ক তাপস রায় বিজেপি তে যোগদান করা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভেড়ির বাজার শিবশক্তি ক্লাবের শিবরাত্রি মেলা অনুষ্ঠানে চন্ডিপুর বিধান সভার বিধায়ক শোহম চক্রবর্তী।

উদ্বোধনে এশে জানালেন তাপস রায়ের যতই মান অভিমান থাকুক আমাদের নেত্রীর সঙ্গে বা উর্ধ্বতন কর্তিপক্ষের সঙ্গে বসে বেপার টা মিটিয়ে নেওয়া যেতো। কারন তাপস রায় দলের একজন সৈনিক ছিলেন সঙ্গ ছিলেন প্রায় ২৩ বছর তিনি তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত সুধমাত্র ইডির হানা বা তার কাছে কেন ফোন যায়নি এই বলে বিজেপিতে যোগদান কোথাও একটা অবিশ্বাস যোগ্য হয়ে পড়ছে।

আমার মনে হয় এই ধরনের দ্বিচারিতা না করলে পারতেন কারণ আমি বেক্তিগতভাবে ওনাকে চিনি শ্রদ্ধা করি ভালোবাসি

যথেষ্ট তিনি রোল প্লে করতেন বিধানসভায় সেই কিন্তু সেই মানুষ টাই যখন অপজিশানে জয়েন্ট করলেন সেটা কোথাও অনভিপ্রেত ও বেদনা দায়ক।