অবতক খবর,২০ জুলাই: বড়ঞা দক্ষিণ থেকে প্রায় ২ হাজার এর বেশি মানুষ আজ সিয়ালদহ তে গিয়েছে। বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহে আলম এর নেতৃত্বে। শিয়ালদহ থেকে গীতাঞ্জলি ষ্টেডিয়াম এ রাত্রে থাকবে, এবং আগামীকাল তৃনমূলের সমাবেশে যোগ দেবে।