অবতক খবর,৮ ফেব্রুয়ারী: উত্তর পরগনা বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকে , ১৪ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভপতির অনুপস্থিতি উদ্বোধন হলো দলীয় কার্যালয়। থাকলেও তিনি বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম , মূল মঞ্চে দেখা গেল কেবলমাত্র জেলা পরিষদের নির্বাচিত একজন প্রতিনিধি মমতাজ বিবি ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রতাব উদ্দিন আহমেদ এবং হাড়োয়া তৃণমূলের যুব নেতা খালেক মোল্লার । এই বিষয় নিয়ে রীতি মতন সোরগোল পড়ে গিয়েছে বাদুড়িয়া বিধানসভা এলাকায়।

এদিন বাদুড়িয়া চৌমাথায় প্রতিকী বিধায়ক কার্যালয় উদ্বোধন ঘিরে রীতিমতো কোনঠাসা বিধায়ক প্রশ্ন তুলতে শুরু করেছে প্রায় কয়েক লক্ষ মানুষ তারা দাবি করেছেন দীর্ঘ চার বছর চুপ থাকার পর হঠাৎ কেন তৃণমূলে বিধায়কের দলীয় কার্যালয় উদ্বোধন করতে হলো, আর মাত্র এক বছর বাকি বিধানসভা ভোট সেই কথা মাথায় রেখে বিধায়ক রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে।

তিনি বলেন এই দলীয় কার্যালয় থেকে মানুষের পরিষেবা দেওয়া হবে এতদিন কেন বিধায়কের কার্যালয় খোলা হলো না তাই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বাদুড়িয়ার মানুষ।বিধায়কের দলীয় কার্যালয় উদ্বোধন কে কেন্দ্র করে ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বাদুড়িয়া ব্লকে , ১৪ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভাধিপতির অনুপস্থিতি উদ্বোধন হলো দলীয় কার্যালয়। আমন্ত্রণপত্রে ভাইস চেয়ারম্যানের নাম থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন , বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম , মূল মঞ্চে দেখা গেল কেবলমাত্র জেলা পরিষদের নির্বাচিত একজন প্রতিনিধি মমতাজ বিবি ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ ওতাপ উদ্দিন আহমেদ এবং হাড়োয়া তৃণমূলের যুব নেতা খালেক মোল্লা ।

এই বিষয় নিয়ে রীতি মতন সোরগোল পড়ে গিয়েছে বাদুড়িয়া বিধানসভা এলাকায়।
জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মোকাদ্দিন লিটনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এই ধরনের কোন খবর নেই এবং উনি ২০২১ সালে বিধানসভা নির্বাচন হয়েছে এখন ২০২৫ সালে বিধায়ক কার্যালয় উদ্বোধন করাটা হাস্যকর বিষয় , আমাদের কাছে কোন খবর নেই কোন আমন্ত্রণ পত্র নেই আর আমরা মানুষের উন্নয়নের কাজে আছি , কোথায় বিধায়কের দলীয় কার্যালয় উদ্বোধন হচ্ছে এ বিষয়ে আমাদের কাছে কোন রূপ খবর নেই ।