অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- বিজেপি যেভাবে চায় সেভাবেই খেলা হবে।প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে এসে কার্যত এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেতা মদন মিত্র। বুধবার ডোমজুড়ের নিবরাতে আজ প্রচারে আসেন তিনি।তৃণমূলের বাইক রালিতে অংশ নেন।
তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজীব বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়েছিল। আর বিজেপি তাকে ছিবড়ে করে দেবে। সম্প্রতি এক প্রকাশ্য জনসভায় রাজীব বাবু বলেন ,তিনিও খেলা জানেন। কিভাবে খেলতে হয়। এর উত্তরে মদনবাবু বলেন গতবার রাজীব বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভোটে জিতে ছিলেন।
তাহলে উনি বলতে পারবেন কি খেলা খেলেছেন। তবে তিনি শুনেছেন রাজিববাবু ইঞ্জিনিয়ার ছিলেন। আর তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন। তিনি চু কিতকিত, কবাডি খেলা জানেন। কখন পা ধরে টানতে হয় সব জানেন।
তিনি আরো বলেন যে রোগের যে মেডিসিন ,বিধানসভা ভোটের দিনে যদি অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড লাগে তাহলে সেগুলো প্রয়োগ করা হবে। তার আরও বক্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিৎ , যেভাবে গোলি মার, জয় শ্রীরাম বলছেন । এরপর তিনি রবীন্দ্রসংগীতের কয়েকটি কলি আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি গেয়ে ওঠেন।