অবতক খবর :: মাদারিহাট :: ২৪ জুন :: বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল হাতির। বুধবার ভোরসকালে পূর্ব মাদারিহাটে রাতে ঝড়ের দাপটে মনোজিৎ বর্মনের বাড়ির সামনে সুপারি গাছ পড়ে যায়। সুপারি গাছের ধাক্কায় ইলেকট্রিক তার ছিঁড়ে যায়। আজ ভোর চারটে নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানে থেকে হাতি বেরিয়ে পূর্ব মাদারিহাটের মনোজিৎ বর্মনের বাড়িতে ঢুকছিল। সেখানেই সুপারি গাছের সাথে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।