নিজস্ব সংবাদদাতা :: ইসলামপুর ::    লকডাউনের সময়কালে বিদ্যুৎ বিল মুকুব করার দাবিতে সিপিআইএম ইসলামপুর বিদ্যুৎ দপ্তরের ইসলামপুর বিভাগীয় ইঞ্জিনিয়ারকে চার দফা দাবি জানিয়ে এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দিয়েছে।

 

 

সিপিআইএম ইসলামপুরের এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিকাশ দাস বলেছেন, লকডাউনের কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে, তাই লকডাউন পিরিয়ডের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষদের কমপক্ষে ক্ষমা করা উচিত। এর বাইরেও ইসলামপুর শহরের মধ্যে পুরানো তারগুলি সরিয়ে কেবল বিদ্যুৎ স্থাপন ও গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করার দাবি উঠেছে। এ ছাড়া সাধারণ জনগণের সুবিধার্থে কমপক্ষে দুইশ ইউনিয় পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করারও দাবি জানিয়েছে।

বিকাশ দাস বলেন যে, যদি এই তাদের সমস্ত দাবি মানা না হয় তবে দলের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে।