অবতক খবর :: ইসলামপুর :: ৬ মে ::    “আমরা একটু বাঁচতে চাই ,বিদ্যুৎ বিলের মুকুব চাই” এই দাবিকে সামনে রেখে ইসলামপুর বিদ্যুৎ দপ্তরের সামনে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর সারিবদ্ধ ভাবে সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে সরব হল ভারতীয় যুব মহিলা মোর্চার সদস্যারা। বুধবার সংশ্লিষ্ট দাবি নিয়ে মহিলা মোর্চার পক্ষে মহিলা নেত্রী শিউলি চক্রবর্তী ,”জানান তাদের অনেকের ঘরেই ঠিকভাবে খাবার জুটছে না। যদিও কেন্দ্রীয় সরকার চাল,আটা এবং জ্বালানী গ্যাস দেওয়াতে মানুষের ভার অনেকটা লাঘব হয়েছে, খেতে পারছেন তারা। কিন্তু এই বিদ্যুৎ বিল জমা করার জন্য অনেকের আর্থিক সঙ্গতি নেই।”


মহিলা মোর্চার তরফ থেকে জানানো হয়েছে, তিন মাসের বিদ্যুৎ বিল ও অবিলম্বে মুকু্ব করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তারা। তারা আরও জানান ,” কাজ কর্ম হারিয়ে আমজনতা চরম আর্থিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। কোনওরকমে দুবেলা খাবার জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তার ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যুৎ বিল।” এই চরম আর্থিক সংকটের মুহূর্তে রাজ্য সরকার এগিয়ে না এলে তাদেরকে অন্ধকারে থাকতে হবে আর তাই তারা একজোট হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য্য।