অবতক খবর,২ সেপ্টেম্বরঃ বিদ্যুৎ বিভ্রাটে জেরাবার চাঁচলবাসী।শুধু চাঁচল নয় পার্শ্ববর্তী গ্রামগুলিও একই সমস্যায় জর্জরিত। বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে আগাম সতর্কীকরণ না করেই টানা দুই ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট করে রাখে চাঁচল ফিডার সহ বিভিন্ন এলাকার ফিডারে।

ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১ টা নাগাদ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
মালদহের চাঁচল বিদ্যুৎ দপ্তরের ঘটনা।
দপ্তরের কর্মীদের না পাওয়ায় আরোও জোড়ালো হয় বিক্ষোভ। টানা এক ঘন্টা ধরে চলতে বিক্ষোভ।

অভিযোগ,টানা এক সপ্তাহ ধরে রাত হলেই চাঁচল ও পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং দেখা দেয়। যার জেরে সমস্যা পরে সাধারণ মানুষ।কয়েকদিন বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে।তার উপর গোদের ওপর বিষফোড়া ঘা লোডশেডিং।
ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলকেই।

শুক্রবার লোডশেডিং হতেই ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দফতর ঘেরাও করে এলাকার মানুষ। পরে দুই ঘন্টা বাদে তা স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী মুখ খুলতে চায়নি।