অবতক খবর,২ আগস্ট,মালদা:- ঘনঘন লোডশেডিং। তার উপরে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। আজ ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিনভর বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি এবং কর্মীদের আটকে রাখে গ্রামবাসীরা বলে অভিযোগ। মালদার পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা যায় পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর, নাগেশ্বরপুর এবং সাহাপুর এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়েছেন গ্রামবাসী।

তার সঙ্গে প্রচন্ড এই গরমে গোটা গ্রাম জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।