অবতক খবর,৯ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: বিদ্যুতের পোল বোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। মৃত বাপন প্রামাণিক বয়স ৪২ বছর বাঘাসন পঞ্চায়েতের নবগ্রামের বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে ৮ জন শ্রমিক। বৃহস্পতিবার বিকাল নাগাদ দুর্ঘটনটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তা মন্তেশ্বরের জয়রামপুর ব্রীজ সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে একজন ঠিকাদারের অধীনে থাকা শ্রমিকরা মন্তেশ্বরের ময়নামপুর থেকে বিদ্যুতের পোল গুলি একটি ট্রাক্টরের চাপিয়ে নবগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল। জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকার কাছে ট্রাক্টরটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারে নয়নজুলিতে উল্টে যায়।

গুরুতর আহত হয় চালক সহ ট্রাক্টরে থাকা আটজন শ্রমিক। স্থানীয়দের সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। গুরুতর আহত দুই জন শ্রমিককেও বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে।
দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছে মন্তেশ্বর থানার পুলিশ।