অবতক খবর,১২ এপ্রিল: বিদ্যাসাগর সেতুর মাঝখানে চলন্ত ম্যাটাডোরে আগুন। আজ দুপুর সাড়ে তিনটের নাগাদ মালবোঝাই ম্যাটাডোর টি যখন কলকাতা থেকে হাওড়া দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎই ইঞ্জিনে আগুন লেগে যায়। গাড়ি থেকে ধোঁয়া দেখে চালক নেমে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি ঠিক।
ঘটনার তলে ছুটে আসে পুলিশ। পুলিশ দমকলে খবর দিলে একটি ইঞ্জিন ছুটে আসে। আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকে এই আগুন। এই ঘটনায় সেতুতে যান চলাচল ব্যাহত হয়।