অবতক খবর :: শিলিগুড়ি :: ৬ মে:: হঠাৎ মেয়রের নজরে এল বিদ্যাসাগরের মূর্তিতে পরানো মাস্ক। দেখা মাত্রই মাষ্ক খুলে দিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে মেয়রের বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। সেই মূর্তিতেই পরানো ছিল মাস্ক। মঙ্গলবার সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ মেয়রের নজরে আসে বিষয়টি। এরপর নিজেই গিয়ে সেই মাস্ক খুলে ফেলে দিলেন।

বিষয়টি নিয়ে বেশ অসন্তোষও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ” অত্যন্ত নিম্ন মানসিকতার কাজ। এই কাজ করে বিদ্যাসাগরকে অপমানিত করা হয়েছে। তিনিই বাঙালিকে আচার ব্যবহার শিখিয়েছেন। যারাই এই কাজ করেছে তারা গর্হিত অপরাধ করেছে। “









