অবতক খবর,১৬ ডিসেম্বর,মালদা:- বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। মালদার মানিকচক থানার অন্তর্গত মানিকচক এন বি হাই মাদ্রাসা বিদ্যালয়, এই চুরির ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে একদল চোরেরা বিদ্যালয়ে হানা দেয় তারপর মারার হুমকি দিয়ে বিদ্যালয়ের জুড়ে চুরি চালাই।

ঘটনায় বিদ্যালয়ে কর্তৃপক্ষের তরফে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।জানা গেছে রবিবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের দুষ্কৃতীদল বিদ্যালয়ে হানা দেয়। নৈশ প্রহরীকে প্রাণে মারার হুমকি দেয় এবং তারপর নৈশপ্রহরী অজ্ঞান হয়ে যায়। এরপর দুষ্কৃতীরা তিনটি অফিস রুমের তালা ভেঙে দুঃসাহসিক চুরি চালাই।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া সেন্টার ফি বাবদ প্রায় ৪০ হাজার টাকা ছিল সেই টাকা চোরেরা নিয়ে গেছে। কম্পিউটারে হার্ডডিক্স ও মাইক্রোফোনের স্ট্যান্ড এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বাজেয়াপ্ত করে রাখা তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছতে ছুটে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল হোসেন। ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।