অবতক খবর,২২ জুন: বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলো দশম শ্রেণীর দুজন ছাত্র।
এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজীনগরের অন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে।
সূত্রের খবর অনুযায়ী দুইদিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেট মেনের বচসা হয়। এবং গেট মেনের উপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ের হাজির হয় ওই দুজন ছাত্র।
ছাত্রের দুজনে নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ দুজনে দশম শ্রেণীর ছাত্র।
ঘটনা স্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
আগ্নেয় অস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটোকে থানায় নিয়ে যাই।
দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয় অস্ত্র আসলো এই নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়।