অবতক খবর,৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ও মেমারি ২’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে মৎস্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ব্লক মৎস্য অধিকারী শুভেন্দু হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু সহ জেলা থেকে আসা মৎস্য বিভাগের আধিকারিকরা।
উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, মৎস্য চাষের বিজ্ঞানসম্মত ভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে মেমারি ও মন্তেশ্বর ব্লকের প্রায় ৩০জন চাষিকে নিয়ে তিন দিনের ব্লক স্তরের এই মৎস্য শিবির আজ থেকে শুরু হয়েছে ।
এই প্রশিক্ষণ চলবে আগামী তিন দিন, এই প্রশিক্ষণ শিবির থেকে মৎস্য চাষিরা বিজ্ঞানসম্মত মাছ চাষ করতে , মাছ ক্লান্ত হয়ে বেশি নাড়াচাড়া করছো না, মাছ জলে ভেসে মুখ উপরে তুলছে, মাছ জলে সাঁতার কাটার সময় মাছের ভারসাম্য বজায় থাকছে না , হঠাৎ মাঠ চঞ্চল হয়ে উঠে, খাওয়া-দাওয়া বন্ধ করেছে, মাছের পেট ফুলে যাচ্ছে জলের তাপমাত্রা ও বিভিন্ন সংক্রমণ বিষয় সহ মাছের অসুখ ও তার প্রতিকার সম্বন্ধে জানতে পারবে এই তিন দিনের প্রশিক্ষণ শিবিরে
প্রশিক্ষণরত মৎস্য চাষিরা বলে জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমাদ হোসেন শেখ।