অবতক খবর,১১ জানুয়ারি: “তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অনুসারে কাজ চালু করার আহ্বান
গ্রামীণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন, ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ২০০৫ (যা ১০০ দিনের কাজ হিসাবে জনসমাজে পরিচিত) কে আইনে পরিণত করার আন্দোলনে প্রথম সারিতে থেকেছে, তারপর থেকে পশ্চিমবঙ্গে আইনটির কার্যকরী বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের তহবিল স্থগিত রাখার প্রেক্ষিতে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই স্মারকলিপি প্রদান করা হচ্ছে। বিগত তিন বছর ধরে চলা এই পরিস্থিতি এখন এতটাই মারাত্মক যে লক্ষ লক্ষ নাগরিককে চরম দারিদ্র্য ও হতাশার মধ্যে ঠেলে দিয়েছে।
বিজেপি সরকার জবাব দাও,এই দাবীকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সল্টলেক সেক্টর ফাইভ বিজেপি অফিসে বিক্ষোভ।
বিজেপির সল্টলেক রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান শমিক ভট্টাচার্য। তিনি জানান,,, তারা যে দাবি নিয়ে এসেছেন নবান্নে যাক। এটা কোন সরকারি দপ্তর নয় এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান বিক্ষোপকারীদেরকে এখানে কোন রাজনৈতিক দল পাঠিয়েছে।
বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ মনে করেন সরাবে হারাতে পারেন। না হলে আমরা সরিয়ে দেব।
অবশেষে বিজেপির রাজ্য দপ্তরের খুব কারীদের পাঁচ জন প্রতিনিধি প্রবেশ করেন। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যর সঙ্গে কথা বলবেন।