অবতক খবর,১লা জানুয়ারি:বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই যোগদান তৃণমূলে, বিজেপি কর্মীর যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। উল্লেখ্য পয়লা জানুয়ারি সকালেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর সংসদের বিজেপি কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল চিহ্নের ক্যান্ডিডেট তনুশ্রী বাগদী।

বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেখানেই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি থেকে দাঁড়ানো প্রার্থী তনুশ্রী বাগদী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

এদিন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়ের হাত ধরে চলে এই যোগদান পর্ব। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জানান বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই বিজেপি কর্মী তনুশ্রী বাগ্দী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বুধবার প্রায় ৩০ টি পরিবার বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এমনটাই জানালেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল জানিয়েছেন “আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগদান করেছে বিজেপির ওই কর্মী”