সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১৭ই নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: আরাবুল ইসলামের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরল কয়েকশো বিজেপি কর্মী।
ভাঙড়ের ব্যাওতা ২ গ্রাম পঞ্চায়েতর ধর্মতলা পাচুড়িয়া গ্রাম থেকে রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এ ফিরল এক সময়ের তৃণমূল কর্মীরাই। বিজেপি হাওয়াতে মেতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলো এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীরা। এদিন সেই কর্মীরা মূলত বিজেপির ভিন্ন কার্যকলাপের প্রতি বিরক্তি , মূল্যবৃদ্ধি ও NRC আতঙ্কে আবার তৃণমূল এ ফিরলেন।