অবতক খবর :: উত্তর দিনাজপুর :: বিজেপির এক কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইসলামপুর থানা এলাকার দারিভিটে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ঘটনার পর ওই বিজেপির কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে উৎপল মজুমদার নামে এক ব্যক্তি জানান, সম্প্রতি রাজু হালদার নামে বিজেপির এক যুব নেতৃত্ব কে মারধর করে তৃণমূল কর্মীরা। তাকে বাঁচাতে আমার মা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এরপরই ওই বিজেপি কর্মীকে কেন বাঁচানো হলো তার জন্য শুক্রবার রাতে আমার ভাইকে মারধর করে তৃণমূল কর্মীরা। থানাতে দুইবার অভিযোগ জানাতে এসেও সেই অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। এই ঘটনার পর বিরোধীপক্ষের হুঁশিয়ারিতে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন তারা।
ইসলামপুর টাউন মন্ডলের বিজেপি সভাপতি সন্দীপ ভট্টাচার্য জানান, বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিতভাবে এটি একটি আক্রমণের ঘটনা ।দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হলে এবং এর বিচার না পেলে তারা আন্দোলনের পথেই যাবে। যদিও তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা। এখানে আদৌ কোনো রাজনীতির বিষয় নেই।









