অবতক খবর,২৯ আগস্টঃ বিজেপি করার আক্রোশে বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও তার ভাই ডন রাহার বিরুদ্ধে । সোমবার রাতের ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার প্রতাপগড় সংলগ্ন এলাকায় । পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে বনগাঁ থানায় । ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজেপি কর্মী বরুন বিশ্বাসের অভিযোগ বিজেপি করার আক্রোশে তাকে মারধর করেছে তৃণমূল কাউন্সিলর ও তার ভাই । এর আগেও একাধিকবার তাকে তৃণমূল করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু সে রাজি হয়নি এরপর গতকাল রাতে কিছু দুষ্কৃতী নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ । বর্তমানে সে বনগা মহাকুমা হাসপাতালে ভর্তি ।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা বলেন এইরকম কোন ঘটনা ঘটেনি রাতের বেলা আমার ভাই বনগাঁ হাসপাতালের সামনে ওষুধ কিনতে গিয়েছিল সেই সময় দুইজন বিজেপি কর্মী বরুণ বিশ্বাস ও অর্ঘ্য অধিকারী ওরফে বাবু আমার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে । আমার ভাই হাসপাতালে ভর্তি ছিল । আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি । এখন নাটক করে বরুন বিশ্বাস হাসপাতালে ভর্তি হয়েছে।

এই নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন উনি এখন উঠতে মস্তান হয়েছেন । তৃণমূলের যোগদান করার জন্য বরুণ বিশ্বাসের উপরে একাধিকবার চাপ সৃষ্টি করা হয়েছিল সে রাজি হয়নি বলে তাকে মারধর করা হয়েছে । এইভাবে চলতে পারেনা আগামীদিনে মানুষের জবাব দেবে ।