অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ বিজেপি করার অপরাধে শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে স্কুলের সামনে অনশনে বসলেন সেই শিক্ষক সহ অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।

ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের টাটু সিংহ স্মৃতি হাই স্কুলে।

উল্লেখ্য গতকাল টাটু সিংহ স্মৃতি বিদ্যালয়ের সামনে ভবেশ কর নামে এই শিক্ষক ধর্নায় বসেছিল।।
জানা গিয়েছে প্রতিদিনের মতোই গতকাল স্কুলে গিয়েছিলেন শিক্ষক *ভবেশ কর*। অভিযোগ স্কুলে যাওয়ার পরেই পরিচালন কমিটির সভাপতি সহ কিছু বহিরাগত তৃণমূলের ক্যাডার তাঁকে বেরিয়ে যেতে বলে ।। ভবেশবাবু বিনা সাসপেনশন লেটার ছাড়া স্কুল থেকে বের হতে না চাইলে তাঁকে হুমকিও দেওয়া হয়।। বাধ্য হয়ে ভবেশবাবু গতকাল স্কুলের সামনে ধর্নায় বসেন।।
আজ স্কুলের সামনে সকাল থেকেই অনশনে বসেছেন ভবেশ বাবু সহ অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।।

ভবেশবাবু জানান চোপড়ায় মাম্পী সিংহের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন তিনি ।। যার ফলে মামলা হয় তার বিরুদ্ধে।। গত ৩১ শে জুলাই তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করেন এবং তার ২৬ দিনের জেল হয়।। ২৪ শে আগস্ট তিনি জেল থেকে ছাড়া পান।। ২৫ শে অগস্ট থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে স্কুল থেকে বেরিয়ে যেতে বলতেন। ভবেশ বাবুর পরিষ্কার অভিযোগ তিনি বিজেপি করেন বলেই তার ওপর এরকম হেনস্থা করা হচ্ছে।

এদিকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে সংবাদমাধ্যম পৌঁছলে তিনি মুখে কুলুপ এটেছেন। কোনো কিছু বলতেই রাজি হন নি তিনি।