অবতক খবর , গোপাল মন্ডল , দক্ষিণ 24 পরগনা :- বিজেপি করার অপরাধে এবার বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ। রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত সাজনাবেরিয়া রাম মাখালে চকে।
তবে বিজেপি বুথ সভাপতি অরুন মন্ডল ও তার পরিবারের বক্তব্য যে তিনি বিজেপি করে বলে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত বেশ কয়েক জন দুষ্কৃতী তার বাড়িতে চড়া হয়।
এবং বাড়িঘর ভাঙচুর চালায় পাশাপাশি তাকে ঘর থেকে বের করতে বলে ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও বোমাবাজি ও করে। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ রাতে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে।
তবে তৃণমূল সূত্রের খবর যে এই তরুণ মন্ডল একজন বেআইনি চোলাই ব্যবসায়ী। ওনার বাড়ির কাছেই একটি রেশন দোকান আছে , সেখানে সাত থেকে আটটি গ্রামের মানুষ রেশন ধরতে আসে।
অনেকেই প্রতিবাদ করেছিল এই মদ বিক্রি করার জন্য। কিন্তু উনি কোনভাবেই শোনেননি , আর এই ঘটনার সঙ্গে কোন তৃণমূল কংগ্রেস যুক্ত নেই এমনটাই বললেন সুকান্ত প্রামানিক পঞ্চায়েত সদস্যদের।