অবতক খবর,১৬ ডিসেম্বর,মালদা:- মালদা টাউন স্টেশনে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ভারতীয় মজদুর সংঘ ছেড়ে ৪২জন রেল হকার যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে।
এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা টাউন স্টেশন সংলগ্ন ঝলঝলিয়া এলাকায়। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা।
এদিন তাদের হাত ধরেই ৪২জন রেল হকার বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে যোগদান করেন বলে জানা গেছে।