অবতক খবর,২৪ জুলাই,মহিষাদল: উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরের যুব মৌর্চার কার্যকর্তা অসীম সাহার হত্যার প্রতিবাদে রাজ্যের অন্যান্য প্রন্তের পাশাপাশি মহিষাদল ব্লক যুব মৌর্চার উদ্যোগে রবিবার রাতে ” মশাল মিছিল” এর মাধ্যমে প্রতিবাদ মিছিল করা হয়। এদিন মহিষাদল বাজার পদক্ষীন করে মিছিল। মহিষাদল সিনেমা মোড়ে এসে মিছিল শেষ হয়।

তমলুক সাংগঠনিক জেলা যুব মৌর্চার সভাপতি সোমনাথ বক্সি জানান, দিনের পর দিন যেভাবে তৃণমূল সরকার আমাদের নেতৃত্বদের হামলা, খুন এর মতো ঘটনা ঘটাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি।