অবতক খবর,২২ এপ্রিলঃ বিজেপির কাছে অন্য কোনও পথ নেই। তাই ওরা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। শনিবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।
এদিন ঈদ উপলক্ষে গোলঘর মসজিদের সামনে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। নিয়োগ দুর্নীতিতে একের পর এক বিধায়ক জড়িয়ে পড়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া, দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা পাবে। কিন্তু দল জিরো টলারেন্স দুর্নীতিতে বিশ্বাসী।