অবতক খবর,৩০ অক্টোবর: আজ সকাল সকাল বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে বারাকপুর মহকুমার সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে হাজির হলেন বীজপুরের তৃণমূল নেতা সুজিত(দাস বাপি)। সঙ্গে উপস্থিত ছিলেন আরো অনেকেই। পুষ্পস্তবক এবং মিষ্টি সাংসদের হাতে তুলে দিয়ে তাঁকে বিজয়ার শুভেচ্ছা জানালেন সুজিত দাস।

পরিশেষে সেখানে উপস্থিত সকলের সাথে আলিঙ্গণ করে চলল মিষ্টিমুখ পর্ব।

এ প্রসঙ্গে সুজিত দাস জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা সাংসদকে বিজয়ার শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলাম তাঁর বাড়িতে। তাঁর সাথে আমাদের এক মধুর সম্পর্ক গড়ে উঠেছে। সময়ে অসময়ে তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়ান তা সত্যিই প্রশংসনীয়।