অবতক খবর,৫ অক্টোবরঃ বিকট শব্দে কেঁপে উঠল মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকা। দুপুর সাড়ে আগারোটার নগাদ এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ। অনুমান করা হচ্ছে মজুত বোমা ফেটে এই বিস্ফোরণ। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা সার্জেন শেখের বাড়িতে এই বোমা মজুত ছিল। তদন্ত শুরু করেছে পুলিশ