অবতক খবর,১৫ জুলাই: বিএসএফের হাতে আটক তিনজন বাংলাদেশী ব্যক্তি। উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার ভারত বাংলাদেশ সীমানা বরড়া ৭২ নং ব্যাটেলিয়ান বিএসএফের হাতে আটক হয় তিনজন বাংলাদেশী।
তাদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায়। তিনজনে নাম মহম্মদ রবিউল। মহম্মদ ফরিদ, মহম্মদ সামিউল ইসলাম। বিএসএফের সূত্রে জানা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় আটক করা হয় । তাদের তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় ।
এরপর তাদের করণদিঘি থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় । করণদিঘি থানার পুলিস জানিয়েছেন তিন জনকে গ্রেপ্তার করে ইসলাম পুর আদালতে পাঠানো হয় ।