অবতক খবর,২৭ ডিসেম্বর: নিউ বারাকপুর রেল স্টেশন ১ নং প্লাটফর্মের মেঘনাদ সাহা সরণী চন্দ্রপল্লীর কাছে বিইউটিফুল ফ্যামিলি সেলুন এন্ড লেজার ক্লিনিক নামে একটি পার্লারে পুরুষ ও মহিলাদের চুল কাটা স্পা বিভিন্ন প্রশাধনীও থেরাপীর পরিষেবা দেওয়া হয়।ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়।অভিযোগ বুধবার সন্ধ্যায় জনৈক এক অবিবাহিত মহিলা ঐ পার্লারে চুল কাটার পর হেয়ার স্পা করাতে চান।
সেই সময় ঐ পার্লারে পুরুষ কর্মী সুখদর মান্না(২১) মহিলার শ্লীলতাহানি করে এবং মহিলার গোপন জায়গায় স্পর্শ করে স্পা করার নাম করে। মহিলা তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে সাথে সাথে নিউ বারাকপুর থানার পুলিশ কে জানায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ।ঘটনার গুরুত্ব অনুধাবন করে অভিযুক্ত কে তৎক্ষণাৎ গ্রেফতার করেন পুলিশ। যতদূর খবর পাওয়া যায় অভিযুক্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার ঝিকুন রোডে।
অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। অভিযোগ কারী অভিযুক্তের গোপন জবানবন্দী আদালতে দিয়েছেন বলে জানা যায়। বৃহস্পতিবার অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারপতি ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশে দিয়েছেন। তবে প্রশ্ন জনবহুল এলাকায়,পার্লারের খুব কাছেই নিউ ব্যারাকপুর থানা,তার পরেও পার্লারের ভিতরে এমন কাজ কি ভাবে করে!