অবতক খবর,১ সেপ্টেম্বরঃ বাড়ি থেকে শিলিগুড়ি গিয়ে রহস্যজনকভাবে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় চোপড়া থানার মুখদুমি ঝাড়বাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সূত্রে জানা গিয়েছে, গত ২৩ আগষ্ট বাড়ি থেকে শিলিগুড়ি কাজের উদ্যেশ্যে যাবার পর থেকে চোপড়া গ্রাম পঞ্চায়েতের মুখদুমি ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সী শামীম আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন।

তাঁর মোবাইল অফ রয়েছে। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্ত্রী অংশুরা খাতুন চোপড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।