অবতক খবর,২৯ মার্চ: বাড়িতে কেউ না থাকার সুযোগে জানলার রড খুলে ঢুকে এক হোটেল ব্যবসায়ী মফিজুল ইসলামের বাড়ি থেকে কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতী। রাত্রের ঘটনার জেড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহঃস্পতিবার ঘটানাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেখালিপুর গ্রামপঞ্চায়েতের কৃষ্ণশাইল বিলের ধার এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যাবসায়ীকের বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা।
বাড়িতে কেউ না থাকায় সেই সুজগে বাড়ির গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা,নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বিষয়টি জঙ্গিপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিছু দিন পূর্বে আমরা খবর সম্প্রচার করেছিলা বড়শিমুল এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে জানলার রড খুলে ঢুকে বাড়িতে প্রবেশ করে লাইট ফ্যান চালিয়ে দুঃসাহসিক চুরি করে দুষ্কৃতীরা। তবে প্রশ্ন উঠছে গ্রামের মধ্যে আশে পাশে এত বাড়ি থাকার পরে কী ভাবে একের পর এক একি কায়দায় এই ধরনের ঘটনা ঘটে।