অবতক খবর,১১ জুন: বাড়ছে চাহিদা বাড়ছে মানুষের চিন্তা দাম বৃদ্ধি পাচ্ছে জিনিসের ।
আর এই দাম বৃদ্ধির খাতায় নাম লিখিয়ে ফেলল পেঁয়াজ।ঝাঁজালো চোখ এবার থেকে
ঝাঁজ যুক্ত চকচকে হয়ে উঠবে ।সোনার দামে কিনতে হবে পেঁয়াজ ।যত দিন যাচ্ছে ততই
বেহাল অবস্থা হচ্ছে রাজ্যের ।আর এবার আগুন লাগানো বাজারে বৃদ্ধি পেল ৫০%পেঁয়াজের দাম
গত ২ সপ্তাহে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৫০%।সূত্রের খবর পেঁয়াজের ফলন কম হওয়াতে
পরিস্থিতি এমন বহাল ।
পাশাপাশি ঈদের কারণে অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখায় বৃদ্ধি পাচ্ছে এই নিত্য প্রয়োজনীয় সব্জির দাম।
জানা যায় মহারাষ্ট্র পেঁয়াজের দামে শীর্ষে, মানে ৩০%বৃদ্ধি পেয়েছে ।
সূত্রের খবর ,কম ফলন ও মানুষের চাহিদা বৃদ্ধি করছে পেঁয়াজের দাম।কৃষক এবং মজুতদাররা আশাবাদী যে, কেন্দ্রীয় সরকার রফতানি শুল্ক প্রত্যাহার করতে পারে। এই অনুমানের উপর ভিত্তি করে, দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করে রাখা হচ্ছে। আর সেই কারণেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে খবর ।