সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: কোচবিহারের শীতলকুচি বাসষ্টান্ড ও মার্কেট কমপ্লেক্স এর জল নিকাশি ড্রেনটি আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেও আশপাশের বাড়িগুলি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে ২৪২ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য টিকেন রায়ের উদ্দোগে আজ শুক্রবার এই ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়। গত তিন দিনের অনাবরত বৃষ্টির দরুন সমগ্র এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসী ভীষণভাবে বিপাকে পড়েছে।
কাজেই জরুরী ভিত্তিতে এক ‘শ’ দিনের কাজের অঙ্গ হিসেবে ২৪২নং বুথের শ্রমিকদের এই জলনিকাশি ড্রেন পরিষ্কারের কাজে লাগানো হয়। শীতলকুচি গ্রাম পঞ্চায়েত অফিস এক্সিকিউটিভ পার্থ রায় ঘটানাস্থল পরিদর্শনে আসেন। তিনি জানান এই স্থানে প্রায় ৫০মিটার ড্রেনের কাজ অসমাপ্ত রয়েছে, এখানে একটি পাকা রাস্তারও স্কিম পাশ হয়ে আছে। বর্ষার পর দুটো কাজই একসাথে করা হবে।