অবতক খবর,৪ জানুয়ারি,পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকারের পরিবহণ সংক্রান্ত আইনের প্রতিবাদে বাসচালকরা ধর্মঘট শ। সকাল থেকে মন্তেশ্বরের মালডাঙ্গা বাসস্ট্যাণ্ডে বাস চলাচল বন্ধ আছে। বাস চলাচল আজ দুই দিনে পড়েছে বলে জানান মালডাঙ্গা বাসের চালকেরা। গতকাল থেকে আচমকা বাস ধর্মঘট শুরু হয়েছে। প্রথম দিন মালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দুই একটি রুটের বাস চলাচল করলেও আজ দ্বিতীয় দিনে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ বলে জানান মালডাঙ্গার বাস কর্মচারী থেকে বাসের চালকেরা ও মালডাঙ্গা তৃণমূল কংগ্রেসের বাস শ্রমিক সংগঠনের নেতারা বলেন।আচমকা বাস ধর্মঘটের জেরে যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। বাসচালকদের দাবি এই ঝুঁকির পেশায় এই আইনে আমরা প্রাণে মারা পড়ব।
কেন্দ্রীয় সরকারের দণ্ড সংহিতা আইনের একটি সংস্থান হল হিট এণ্ড রান। সেই হিট এণ্ড রান আইনে দুর্ঘটনার পর চালকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলে জেল ও জরিমানা দুই হবে। এই কঠোর আইনের প্রতিবাদে আজ পূর্ববর্ধমানের মালডাঙ্গা বাসস্ট্যাণ্ডের শতাধিক বাস চালক ধর্মঘটে সামিল হয়েছে। বাস চালকরা থেকে তৃণমূল কংগ্রেসের বাস ইউনিয়নের কর্মকর্তারা জানান যতদিননা কেন্দ্রীয় সরকার এই আইন লাঘু করছে ততদিন বাস ধর্মঘট চলবে বলে জানান বাস চালকরা ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। এই বাস ধর্মঘটের ফলে যাত্রীরা পড়েছে মহা ফাঁপড়ে।পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাসস্ট্যান্ড ছুঁয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০০ টির মত বাস চলাচল করে।পার্শ্ববর্তী মুর্শিদাবাদ, জেলার সালার, বীরভূম জেলার বোলপুর,নদীয়া জেলার নবদ্বীপ সহ মালডাঙ্গা বর্ধমান, মালডাঙ্গা মেমারি, মালডাঙ্গা কাটোয়া, মালডাঙ্গা কালনার বাস মালডাঙ্গাবাসস্ট্যান্ড দিয়ে চলাচল করে।চালকদের ডাকা বাস ধর্মঘটের জেরে যাত্রীরা বিপদে পড়েছেন বলে জানান মালডাঙ্গায় বাসের অপেক্ষায় যাত্রীরা।