বাল্যবিবাহ রোধ এবং শিশু শ্রমিক বন্ধ করার উদ্দেশ্যে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়

অবতক খবর,২৬ মেঃ বাল্যবিবাহ রোধ এবং শিশু শ্রমিক বন্ধ করার উদ্দেশ্যে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়।

শুক্রবার দুপুরে মালদা বিবেকানন্দ যুব আবাসের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়, মুখ্য উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা, জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।

দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। শিশুশ্রম বন্ধ, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

মহিলা চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও মুখ্য উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেন, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। মানুষকে সচেতন করতে শিশু সুরক্ষা নিয়ে প্রশাসনিক কর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করা হয়।