অবতক খবর,১০ ফেব্রুয়ারী:  আজ বালুরঘাটে ১০ই মার্চ সোমবার সকালে ফাল্গুন মাসের একাদশী উপলক্ষ্যে খাটু শ্যাম বাবা প্রেমী ভক্তদের উপস্থিতিতে খাটু শ্যাম বাবার প্রতিকৃতি সহ খাটু শ্যাম বাবার নিশান যাত্রা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বালুরঘাট বড়বাজারের ডাবড়ের দোকানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় সেখানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পাশাপাশি আজ সন্ধ্যায় বিংশ শতাব্দী ক্লাবের ময়দানে খাটু শ্যাম বাবার ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে।