অবতক খবর,১৩ আগস্ট: দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি বাড়ি এলাকায় বিষ্ণু নামে ড্রাইভারকে মারধরের প্রতিবাদে বালুরঘাট হিলি রুটের গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন পরিবহন কর্মীরা।

জানা গেছে এক ব্যক্তি তিওর কালীবাড়ি এলাকায় এক ড্রাইভারকে মারধর করে পাশাপাশি গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয় বলে অভিযোগ।

আর সেই কারণেই হিলি রুটের সমস্ত গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে সামিল হল পরিবহন কর্মীরা।
আর সেই কারণে সমস্যায় পড়লেন সাধারণ মানুষ। অনেকেই টোটো,অটো ভাড়া করে বাড়ি ফিরতে বাধ্য হলেন।
এখন দেখার বিষয় পরিবহন কর্মীরা এই প্রতিবাদ কখন তুলে নিয়ে আবার পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করে তোলেন।