অবতক খবর,২৬ জানুয়ারি: বালি পাচার রুখতে সর্বদা নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ। তবুও পুলিশের নজর এড়িয়ে বালি পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে শেষমেশ বালি পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ল বালি পাচারকারীরা। আবারও বালি পাচার রুখল সদাইপুর থানার পুলিস।

আজ ভোরে গোপন সুত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার চিনপাই বাইপাশে তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিস। তবে গাড়ির তিনজন চালককেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ তাঁকে সিউড়ি আদালতে পাঠানো হয়।