নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বালি খাদানের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়। উত্তপ্ত হয় এলাকাবাসী। ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাইপুরের সিমলি গ্রামের ঘটনা। উত্তেজিত গ্রামবাসীরা বালি খাদান মালিকের অফিসে ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় পুলিশ ও গ্রামবাসী দুই পক্ষেরই কয়েক জন কমবেশী আহত বলে খবর।

গ্রামবাসীর তরফে অভিযোগ গ্রামের মেয়েরা নদীতে স্নান করতে গেলে বালি খাদানের সঙ্গে যুক্ত কর্মীদের কয়েকজন তাদের ছবি মোবাইলে তোলে। এই ঘটনার প্রতিবাদ তারা জানান। পরে পুলিশ এসে গ্রামফাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি মহিলা পুলিশ কর্মী উপস্থিত থাকা সত্বেও পুরুষ পুলিশ কর্মীরা গ্রামের মেয়েদের মারধোর করে বলে অভিযোগ।

পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে খাতড়ার এসডিপিও বিবেক ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছায়। উপস্থিত হন স্থানীয় বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাজকুমার সিংহ। তারা উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।









