অবতক খবর :: শিলিগুড়ি ::    বার বার বলা হলেও শুনছে না,সাধারন মানুষ। যেখানে সেখানে মানুষ ঘুরে বেড়াচ্ছেন। কাউকে জিঞ্জাসা করলেই ওষুধ এবং বাজারের নাম করে চলেছেন। বাধ্য হয়ে প্রথমে ধমক, তারপরে লাঠি এবং সবশেষে চরম হুশিয়ারি দিলো পুলিশ। রাস্তায় যদি কারন ছাড়াই দেখা যায় তবে শাস্তি হবে কঠিন।

গতকাল লগ ডাউন হবার পর থেকে আজ সকাল পযর্ন্ত প্রচুর মানুষ বাইরে বের হচ্ছেন উদ্যেশ্য বিহিন পযর্ন্ত।পুলিশ বারবার বলছেন বাইরে জরুরী কাজ না থাকলে বের না হতে। নির্দেশ না মেনে অবাধে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত।