অবতক খবর,৬ নভেম্বর,মালদা:সানু ইসলাম: প্রতি বছরের ন্যায় এবছরও মালদার চাচোল ১ নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরিয়া তে অনুষ্ঠিত হল আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।তারপর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এছাড়াও এদিন বহিরাগত প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এদিনের অনুষ্ঠানে দর্শক ছিল চোখে পড়ার মতো।

বিদ্যালয় সূত্রে জানা যায় ২০২১ সালে প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীদের সু শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে আইডিয়াল পাবলিক স্কুল তৈরি করা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈকান্দা হাই মাদ্রাসার শিক্ষক মোতাহার হোসেন,চাচোল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ শহিদুর রহমান,উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবি আব্দুস সাত্তার , নয়াটোলা হাই মাদ্রাসার শিক্ষক ওসমান গনি, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কাসেম খান, শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক সফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবী জসিমুদ্দিন সরকার,হাফেজ ক্বারী মোঃ আব্দুল মালেক সহ বিশিষ্ট জনেরা।

এদিন আইডিয়াল পাবলিক স্কুল সম্পাদক নূরসেদ আলী বলেন,স্কুলের লক্ষ্য হল প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করা, ছাত্র-ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগ্রত করা। এছাড়াও ছাত্র-ছাত্রীরা যেন পরবর্তীতে একজন আদর্শ মানুষ হিসাবে গঠিত হতে পারে।