অবতক খবর।, বিজু , বর্ধমান :- আসানসোলের বার্নপুরে এক শিক্ষিকার উদ্যোগে দুঃস্থ মানুষদের কম্বল ও খাবার বিতরণ করা হল।এদিন বার্নপুরের আম্বেদকর স্কুলের শিক্ষিকা মনা দত্তের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়েছে।

প্রসঙ্গত শীত পড়তেই বহু দুঃস্থ মানুষেরা সম্যসায় পড়েছেন। অনেকের কম্বল না থাকার কারনে অনেক কষ্টে রয়েছে।তাই এদিন সেই সমস্ত দুঃস্থ মানুষের পাশে দাড়িয়ে তাদের কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।

এই কম্বল ও খাবার পেয়ে খুশি দুঃস্থ মানুষেরা।