অবতক খবর,৭ ফেব্রুয়ারী,বারুইপুর: এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার বিকালের ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায় । ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির।
অভিযোগ এদিন বাইকে করে চারজন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায়। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন।
বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এখনো ১২ ঘন্টা হয়ে গেল এখনো গ্রেফতার করতে পারিনি দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ।