অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ বারাসাত লারিকা আবাসনের বাসিন্দা দেবশ্রী ভট্টাচার্যের পাঁচটি স্মার্ট মোবাইল ফোন হ্যাকিং করার অভিযোগ উঠলো ওই আবাসনেই থাকা এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেবশ্রী ও তার স্বামী দেবজ্যোতি ভট্টাচার্য বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর কণিকা রায়চৌধুরীর দ্বারস্থ হন। এরপর তারা অভিযোগ জানান বারাসত থানার সাইবার সেলে। লিখিত অভিযোগে ওই দম্পতি জানান পনেরো দিন ধরে তাদের পাঁচটি মোবাইল ফোন হ্যাকিং করে অভিযুক্ত ওই যুবক।
এবিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ ওই দম্পতির। আক্ষেপের সাথে এদিন তারা জানান বর্তমান পরিস্থিতিতে এখন তারা চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। মোবাইল ফোন হ্যাকিং হয়ে থাকায় ছেলের পড়াশুনা থেকে শুরু করে সব কাজই এখন বন্ধ হয়ে গেছে। যদিও অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।