অবতক খবর,৩০ মার্চ: বারাসাত ও মধ্যমগ্রাম জুড়ে আচমকা ছাই বৃষ্টি। আতঙ্কে সাধারণ মানুষ। শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে। বাজার হাটে যারা খোলা আকাশে জিনিসপত্র বেচেন তারাও আতঙ্কিত হয়ে পড়েন।
বাড়ির ছাদ গুলি ছাই এতে ঢেকে যায়। কি কারনে এই ছাই বৃষ্টি তা যদিও প্রশাসনিক তরফে কিছু পরিষ্কার করে জানানো হয়নি এখনো পর্যন্ত। তবে এই কালো ছাই গৃহস্থের বাড়ির উঠুন বহু তলের ছাদ ভর্তি হয়ে যাওয়াতে অসুস্থতা বোধ করেন অনেকেই। কেউ কেউ জ্যোতিষ শাস্ত্র মেনে বাড়ি উঠোনে গঙ্গাজল ও গোবর ছাটাতেও থাকেন।
তবে হটাৎ করে আকাশে এই ছাই ওরাকে কেন্দ্র করে কুসংস্কারের গুজব ও ছড়ায় মুহূর্তের মধ্যে। সাধারণ মানুষের দাবি এর ফলে বাড়ির বহু জিনিস খাবারদাবার নষ্ট হয়েছে। বিষাক্ত ছাই হলে রোগবহনেরও আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। করো না কালে ২০২০ সালে এমন ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক আজও মানুষকে পিছু ছাড়া করে বেড়াচ্ছে।