অবতক খবর,৩ জুন: রাত পোহালেই ভোটগণনা ।তার আগে রাজ্যের দুই বুথে আজ অর্থাৎ (সোমবার) থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন ।
এই কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ।সোমবার সকাল ৭টা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে ।
চলবে সন্ধ্যে ৬টা পযর্ন্ত ।
সূত্রের খবর ,বারাসাত ও মথুরাপুরে একটি করে বুথে দ্বিতীয় বার করে করা হবে পুনর্নির্বাচনের এমনটাই নির্দেশ দিয়েছেন কমিশন ।রবিবার তাদের তরফে জানানো হয়,
বারাসাত লোকসভা অন্তর্গত দেগঙ্গে বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১নম্বর বুথে পুনর্নির্বাচন করা হবে ।
পুনরায় আবারও ভোটগ্রহণ পক্রিয়া চালু হবে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এফপি ২৬নম্বর বুথে ।শনিবার সপ্তম তথা শেষ দফায় এই দুটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল ।
তবে ঠিক কি কারণে আবারও এই দুটি বুথে পুনর্নির্বাচন করার নির্দেশ দিলেন নির্বাচন কমিশন ?
স্থানীয় সূত্রে জানা যায় !শনিবার এই দুটি নির্বাচন কেন্দ্রে ভোট হয়েছিল এবং বিক্ষিপ্ত ভাবে সেই দিন নানা জায়গার থেকে অশান্তির
খবর আসে ।গুচ্ছ অভিযোগ জমা হয় কমিশনের কাছে ।তবে কী ভোট কেন্দ্রে গন্ডগোলের জেরে এমন সিদ্ধান্ত নিলেন কমিশন ?নাকি
এর পিছনে লুকিয়ে অন্য কারণ ?এই বিষয়ে প্রথমে কোনও সঠিক তথ্য মনোনীত না করলেও পরে অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়,ভোটগ্রহণ পক্রিয়া অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে রবিবার কমিশনার সচিব রাকেশ কুমার এই দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন করার জন্য চিঠি পাঠান রাজ্যের মুখ্য নির্বাচনের আধিকারিকের কাছে ।
এরপর সোমবার সকাল থেকে আবারও নতুন করে নির্বাচন শুরু হয় বলে সূত্রের খবর ।