নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২০ নভেম্বর :: বারাসাত :: বারাসাত কলোনীমোড়ে কৃষ্ণনগর রোডের উপর মোবাইলের দোকানে চুরি।দোকানের সাটার ভেঙ্গে চুরি।
শহরের প্রান কেন্দ্রে বড় রাস্তায় সারা রাত পুলিশের টহল থাকে।তারপরও দোকানে সাটার নির্ভগ্নে ভাঙ্গলো চোর।তা নিয়ে উদ্বেগ বাড়েছে শহরে।দোকান মালিকের দাবী কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি গেছে তার।